বিনা পয়সায় বাজার

বিনা পয়সায় বাজার – নামটা শুনেই মনে হচ্ছে যেনো সব ফ্রী তে পাবো। একদমই তাই। একমাত্র সংস্থা যারা গরিবদের অপছন্দের অধিকার দিয়েছে।।
আমাদের বাড়ির আলমারিতে অনেক জমা প্যান্ট থাকে যেগুলো আমরা একবারের বেশি পড়তে পারি না। এরা সেগুলোকে দোকানের মধ্যে সাজিয়ে রাখে। কোনো মানুষ আসেন, যেটা পছন্দ সেটা নিয়ে চলে যায়।।
প্রথম জানতে পেরেছিলাম দাদাগিরি থেকে। পিজিতে থাকার জন্য টিভি দেখা হয়না কিন্তু ফেসবুক এর সৌজন্যে দেখেছিলাম ভিডিও তে। সবার আগে পৌলামী পোদ্দারকে ধন্যবাদ জানাই, কারণ প্রথম ও আমাদের কন্ট্যাক্ট যোগাড় করে দেয়।। Samaritans – We Fly to Reach out our Hands to you at the Horizon সৌজন্যে আয়োজিত Collection Drive এ যা জামা কাপড় পেয়েছি পুরোটাই আজ আমরা তাদের হাতে তুলে দিয়েছি। যাতে কোনো গরীব দুস্থ মানুষ নিজের মনের মত জামা পড়তে পারে।।
সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সদস্য সোহিনী পোদ্দার, শুভদীপ মন্ডল, পল্লবী সিংহ, অঙ্কিত রাজপুত, আদর্শ রাজ, এবং বিনা পয়সায় বাজার কমিটির সদস্যদের।।